৪র্থ শ্রেণির গণিত ১ম অধ্যায় কাঠামোবদ্ধ ও সংক্ষিপ্ত প্রশ্ন
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৪র্থ শ্রেণির গণিত ১ম অধ্যায় এর গুরুত্বপূর্ণ কাঠামোবদ্ধ প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। এর লক্ষ্য হচ্ছে একজন শিক্ষার্থী সে নিজে প্রশ্নগুলো বুঝে সমাধান করতে পারা। এর মাধ্যমে ৪র্থ শ্রেণির গণিত ১ম অধ্যায় এর কাঠামোবদ্ধ প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে আইডিয়া পাবে। এবং ৪র্থ শ্রেণির গণিত ১ম অধ্যায়ের প্রশ্ন কিভাবে সমাধান করব সেটার জন্য আলাদা আরও টপিক্স নিয়ে আসবো এবং নিচে ভিডিও দেওয়া আছে চাইলে সেটি দেখে নিতে পারেন।
১. গীতা অপেক্ষা শিহাবের ৩৯০ টাকা বেশি আছে। শিমুল অপেক্ষা গীতার ৪৭০ টাকা কম আছে। শিমুলের কাছে ৮৯০ টাকা আছে।
ক) গীতার কাছে কত টাকা আছে?
খ) শিহাবের কত টাকা আছে?
গ) শিমুল, গীতা ও শিহাবের কাছে মোট কত টাকা আছে?
৪র্থ শ্রেণির গণিতের সকল সমাধান পেতে এখানে ক্লিক করুন।
২. একটি আসিফের কাছে ১২০০৩টি আম, ২৩০৫৯টি লিচু ও ৭৫৮৯টি কমলা আছে।
ক) কমলা ও আম-এর মোট পরিমাণ কত?
খ) আম এবং লিচু এর মধ্যে কোনটি কত বেশি আছে?
গ) আসিফের মোট কতগুলো ফল আছে?
৩. মোহন তার মোটর সাইকেলটি ৬০০০০টাকা দিয়ে কিনলেন। মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ ১৫০০ টাকা ও মেরামত বাবদ ৫০০ টাকা খরচ হলো।
ক) রেজিস্ট্রেশন ও মেরামত বাবদ কত টাকা খরচ হলো?
খ) মোটর সাইকেলের জন্য মোট কত টাকা খরচ হলো?
গ) মোটর সাইকেলটি যদি ৯০০০০টাকায় বিক্রয় করে তাহলে তার কত টাকা লাভ হবে?
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমাদের বিদ্যালয় রচনা দেখতে এখানে ক্লিক করুন।
৪. মা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ৯৮ বছর। ১২ বছর পূর্বে পুত্রের বয়স ছিল ২৫ বছর।
ক) বর্তমানে ছেলের বয়স কত?
খ) ৭ বছর পর মায়ের বয়স কত হবে?
গ) ৫ বছর পর মা ও ছেলের বয়সের সমষ্টি কত হবে?
৫. নাফিজকে তার শিক্ষক কয়েকটি অঙ্ক লিখার জন্য বলল। তারপর সে লিখল ৩, ৬, ০, ৭ ও ৪।
ক) অংকগুলো একবার ব্যবহার করে ছয় অংকের বৃহত্তম সংখ্যা গঠন কর।
খ) অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
গ) অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টিকে কথায় লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১. যোগের ক্ষেত্রে প্রথমে কোন অঙ্ক যোগ করতে হয়?
২. ৬২৫৪+১২৩১+৬২৫=কত?
৩. ৩৩৬৭+৪২২+১৩৫৬=কত?
৪. ৩৬২৭, ৫৭১২ এবং ২২৬৭ সংখ্যাগুলোর সহস্র স্থানের অঙ্কগুলোর সমষ্টি কত?
৫. ৪৫৮৪, ২৯৯৬ এবং ৫৫৬৩ সংখ্যাগুলোর শতক স্থানীয় অংকগুলোর সমষ্টি কত?
৬. ৩৯৯৯৯+৪০০০+৩৯৯+১০=কত?
৭. ৯২১৪-৩৫৯৫=কত?
৮. ৮৯৭৫১-২৫৯৭৮=কত?
৯. ৯০৫৮৬২ থেকে ৪৮৯৭৫১ বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
১০. ৮৪১৩ থেকে ২৯৯ ছোট সংখ্যাটি কত?
১১. বিয়োজন কাকে বলে?
১২. যে সংখ্যাকে বিয়োগ করে হয় তাকে কী বলে?
১৩. পাঁচ অঙ্কের বৃহত্তম ও পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
১৪. ৯৯৯৯ সংখ্যাটি পরের সংখ্যা কত?
১৫. ১০০০০০ সংখ্যাটির আগের সংখ্যা কত?
১৬. একটি শহরে ৪৫০০ জন পুরুষ ও ৩৬৯৫ জন মহিলা বাস করলে সর্বমোট লোকসংখ্যা কত?
১৭. এটি বাসে ২৪৭৫ জন যাত্রী যাওয়ার কথা কিন্তু ২১৫ জন যাত্রী গেল না। তাহলে কতজন যাত্রী গিয়েছিল?
১৮. তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি লিখ।
১৯. ৯৯৯ এর পরবর্তী ও পূর্ববর্তী সংখ্যার পার্থক্য কত?
২০ . ৬৫৯৭ এবং ৫৬২৮ এর সমষ্টিকে কথায় লেখ।
এখানে ৪র্থ শ্রেণির গণিত ১ম অধ্যায় এর যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো মূলত গুরুত্বের দিক বিবেচনা করে দেওয়া হয়েছে। আপনারা এই প্রশ্নগুলোকে ৪র্থ শ্রেণির গণিত ১ম অধ্যায় এর নমুনা হিসাবে ধরে আরও কিছু প্রশ্ন নিজেরা তৈরি করলে নিজেদের মেধা ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।
গণিত একটি বিষয় যেটি শুধুমাত্র একবার অনুশীলন করলেই শেষ হয়ে যায় না। সেটি বারবার অনুশীলন এবং একই রকমের প্রশ্নগুলো নিজে সমাধান করলেই গণিতে এক্সপার্ট হতে পারা যাবে।
এই ধরনের সমস্যা নিজেরা বইয়ের আদলে তৈরি করলে গণিত ভীতি কমে যাবে এবং গণিতের প্রতি অনুরাগ সৃষ্টি হবে।
পোস্ট ট্যাগঃ ৪র্থ শ্রেণির গণিত ১ম অধ্যায় pdf, চতুর্থ শ্রেণির গণিত প্রথম অধ্যায় প্রশ্ন, class 4 math chapter 1, ৪র্থ শ্রেণির গণিত, গণিতের নমুনা প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ের গণিতের কাঠামোবদ্ধ প্রশ্ন, ৪র্থ শ্রেণীর গণিত কাঠামোবদ্ধ ও সংক্ষিপ্ত নমুনা প্রশ্ন।
পরিশেষে একটি কথা, এখানে ৪র্থ শ্রেণির প্রাথমিক বিদ্যালয়ের জন্য যে সরকারিভাবে নির্ধারিত বই আছে সেটি থেকে নমুনা অনুসরণ করে তৈরি করা। আশাকরি এই ধরনের কন্টেন্ট একজন শিক্ষার্থীর উপকারে আসবে। যদি এই লেখা সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।