১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা প্রস্তুতি এবং ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা কবে শুরু হবে

১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষা আসন্ন। ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল গত ১৪ অক্টোবর, ২০২৪ সালে প্রকাশ করা হয়। এতে ৩ লাখ ৪৮হাজার ৬৮০জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৮৩ হাজার ৮৬৫জন উত্তীর্ণ হয়।

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার খবর


উত্তীর্ণ পরীক্ষার্থীদের টেলিটক থেকে মুঠোফোনের খুদে বার্তা (এসএমএস)-এর মাধ্যমে জানানো হবে। এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষার তারিখ ও সময়ও টেলিটকের মুঠোফোনের খুদে বার্তা (এসএমএস)-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা কেমন হবে?

আপনারা যারা এত ঘাত-প্রতিঘাত পেরিয়ে এই পর্যায়ে এসে পড়েছেন তারা হতাশ হবেননা। অতীতের ইতিহাস থেকে দেখা যায় ভাইভাতে ফেল বা অকৃতকার্য হওয়ার শঙ্কা খুবই কম। কেন হতাশ হবেন না তা আমি আলোচনা করছি।

১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভাতে মাত্র ২০ নম্বর বরাদ্দ থাকবে। এর মধ্য থেকে তিনটি ধাপে এই নম্বর বিভাজন থাকবে।

বিকাশ দিয়ে কিভাবে ডিপিএস খোলা যায় তা জানতে এখানে ক্লিক করুন।

কেমন হবে নম্বর বিভাজন?

এস.এস.সি থেকে অনার্স পর্যন্ত ৩টি সার্টিফিকেটে মোট ১২নম্বর বরাদ্দ থাকবে। এর মধ্যে ফার্স্ট ক্লাসের জন্য বরাদ্দ ৪ এবং সেকেন্ড ক্লাসের জন্য বরাদ্দ ৩নম্বর। তাহলে এই হিসাবে দেখা যায় গড়ে একজন প্রার্থী ৯ থেকে ১২ পেয়ে থাকবেই।

আর বাকি ৮ নম্বরের মধ্যে আপনার উপস্থিতির জন্য ৪ নম্বর বরাদ্দ থাকতে পারে। তাহলে এখানে ১৬ নম্বরের হিসাব চুকে গেল।

আর বাকি ৪ নম্বর থাকে যেটা থাকবে প্রার্থীর আউটস্ট্যান্ডিং এক্টিভিটির মধ্যে। তাই বলে আপনার একেবারে খুশিতে লাফানোর কোনো সুযোগ কিন্তু নাই। কারণ কতজনকে কর্তৃপক্ষ চূড়ান্ত উত্তীর্ণ করে তা কিন্তু বলা মুশকিল। তাই সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য চেষ্ঠা করাই হলো বুদ্ধিমান প্রার্থীর কাজ।

তাহলে ৪ নম্বরের জন্য কি করতে হবে?

১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা-এর থেকে ৪ নম্বরের মধ্যে সর্বোচ্চ নম্বর আদায় করার জন্য প্রার্থীর ব্যাক্তিত্ব, বাচনভঙ্গি, দৃষ্টিভঙ্গি, দূরদর্শিতা, ইত্যাদির উপর পরিমাপ করা হয়। এর সাথে কিছু প্রশ্ন করা হবে যা সম্পর্কে আপনার ধারণা না থাকলে কিন্তু আপনি উত্তর দেওয়া বিপদজনক হতে পারে।

১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভার জন্য কি কি পড়তে হবে?

  • প্রার্থীর নাম, মা-বাবার নামের সাথে সংশ্লিষ্ট ইতিহাস এবং কোনো বিখ্যাত ব্যাক্তিত্ব থাকলে তার সম্পর্কে জ্ঞান রাখা।
  • শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধারণা যেমনঃ বিভিন্ন প্রকল্প, কমিশন, লক্ষ্য, আইন, সংবিধান ও জাতিসংঘের ধারা ইত্যাদি।
  • আপনি কেন শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছেন তার একটি যৌক্তিক এবং গঠনমূলক ব্যাখ্য।
  • প্রার্থীর নিজ এলাকা, উপজেলা, জেলার কিছু বিষয় যেমনঃ বিখ্যাত ব্যাক্তিত্ব, মুক্তিযোদ্ধা, ইতিহাস, বিখ্যাত জিনিস, প্রসিদ্ধ জায়গা, বৈশিষ্ট্য অথবা বিখ্যাত কিছু থাকলে তা সম্পর্কে স্পষ্ঠ ধারণা নেওয়া।
  • প্রার্থীর পড়াশুনার বিষয়ভিত্তিক জ্ঞান।
  • সাম্প্রতিক বিষয়।
  • আলোচিন ঘটনা সম্পর্কে জ্ঞান।
  • মেগা প্রকল্প সম্পর্কে জানা।
  • বর্তমান সরকারের বিভিন্ন তথ্য।
  • দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে ধারণা।
  • বিভিন্ন পরিসংখ্যান ও অর্থনৈতিক তথ্যাদি।

এগুলো বিষয় সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আশাকরা যায় আপনি হতাশ হবেননা।

চাকুরীর প্রস্তুতির জন্য বাংলা বিষয়ে প্রস্তুতি নিতে এখানে ক্লিক করুন।

১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা কবে শুরু হবে

পূর্ববর্তী পরীক্ষাগুলো পর্যালোচনা করলে দেখা যায় সাধারণত ১ থেকে দেড় মাসের মধ্যেই প্রক্রিয়া শুরু হয়। তাই বলা যায় আগামী নভেম্বর মাসের মধ্যে এই মৌখিক পরীক্ষার কার্যাদি শেষ করতে পারে।

সর্বোপরি কত নম্বরের হবে, নম্বর বিভাজন কেমন থাকবে, কখন ভাইভা শুরু করবে সবই কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করে।

তবে,ভাইভাতে কাগজপত্র ঠিক থাকলে এবং প্রশ্নোত্তর / পারফর্মেন্স কিছুটা ভালো থাকলেও বাদ দেয় না।

তবে কোনো কিছুই না পারলে এবং কাগজপত্রে সমস্যা / অমিল থাকলে বাদ দেওয়া হয়!

আর ভাইভা এমন একটি বিষয় যায় কোনও প্রকার সীমার মধ্য থেকে প্রশ্ন করা হয়নি। তাই অনেকে যথেষ্ট প্রস্তুতি নিয়েইও খারাপ হয় আবার অনেকের দুর্বল প্রস্তুতিতেও ভাল হয়ে যায়।

তাই সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে ভাল প্রস্তুতি নিয়ে আপনার সাধনা চালিয়ে যান, অবশ্যই ভাল কিছু অপেক্ষা করছে।

শুভকামনা রইল সকলের জন্য। ধন্যবাদ।

Next Post Previous Post