আমাদের বিদ্যালয় রচনা

 

আমাদের বিদ্যালয়

ভূমিকাঃ অন্ধকার রাতে চলতে গেলে যেমন আলো ছাড়া চলা যায়না, তেমনি সমাজে ভাল মানুষ হতে গেলেও জ্ঞানার্জন ছাড়া সম্ভব হয়ে উঠে না। আর জ্ঞানার্জনের জন্য অন্যতম পথ প্রদর্শক বিদ্যালয়। যে প্রতিষ্ঠান সবাইকে এক নজরে দেখে । আমি এরূপ একটি বিদ্যলয়ে লেখাপড়া করি। আমাদের এলাকার মধ্যে এই বিদ্যালয়টি বিখ্যাত ও আদর্শ।

khoborpotrobd.com


অবস্থানঃ  আমাদের বিদ্যালয়ের নাম ২১ নং ঘোড়াদারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যলায়টি  কিশোরগঞ্জ জেলাধীন বাজিতপুর উপজেলার ঘোড়াদ্বারা গ্রামে একটি নিরিবিলি কিন্তু মনোরম পরিবেশে অবস্থিত। এটি ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রাচীন ও নামকরা একটি প্রতিষ্ঠান হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে।

৩য় শ্রেণির গণিত সমাধান সব ভিডিও পেতে এখানে ক্লিক করুন। 

বিদ্যালয়ের অবকাঠামোঃ আমাদের বিদ্যালয়টিরে ২টি পাকা ভবন রয়েছে। একটি একতলা এবং অপরটি দুইতলা বিশিষ্ট। ২টি ভবনে মোট ৬টি কক্ষ রয়েছে।  এর মধ্যে একটি অফিস কক্ষ এবং বাকীগুলো শ্রেণি কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিদ্যালয়ের অফিসকক্ষে মুক্তিযুদ্ধ কর্ণার, লাইব্রেরি অতি সজ্জিতভাবে ধারণ করে আছে। এবং বিভিন্ন মনীষীদের ছবি দিয়ে অফিস কক্ষটি সজ্জিত করা আছে। সামনে রয়েছে একটি সুবিশাল মাঠ। মাঠে প্রতিটি ভবনের সামনের ফুলের বাগানগুলো সত্যিই আমাদের মুগ্ধ করে তুলে।

৪র্থ শ্রেণির গণিত সমাধান দেখতে এখানে ক্লিক করুন।

৫মশ্রেণির গণিত সমাধান দেখতে এখানে ক্লিক করুন।

শিক্ষক ও শিক্ষার্থীঃ আমাদের বিদ্যালয়ে প্রায় ৪০০ জন শিক্ষার্থী বর্তমানে লেখাপড়া করছে। এ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মোট ৮ জন শিক্ষক আছে। তাঁরা সবাই উপযুক্ত শিক্ষায় শিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত। আমাদের শিক্ষকমণ্ডলী আমাদের সাথে অত্যন্ত বন্ধুভাবাপন্ন আচরণ করে এবং  আন্তরিক ও  যত্নসহকারে পাঠদান করে থাকেন। আমরা সকল শিক্ষার্থী পরস্পরের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করি এবং প্রত্যেকেই বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা মেনে পড়াশুনা করি।

অনুষ্ঠানসমূহঃ আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেমনঃ স্বরচিত রচনা, কবিতা ইত্যাদি। এছাড়াও প্রতিবছর বর্ষপঞ্জি অনুযায়ী বিতর্ক অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণীসহ নানা ধরনের অনুষ্ঠানের পাশাপাশি জাতীয় দিবস সমূহ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

উপসংহারঃ বিদ্যালয় আমাদেরকে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করেছে। আমাদেরও উচিত বিদ্যালয়ের সুনাম রক্ষার জন্য নিজেদের জায়গা থেকে কাজ করে যাওয়া। আমরা নিয়ম মেনে চলবো, নিয়ম মেনে লেখাপড়া করবো এবং আমাদের বিদ্যালয় এবং এর চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো।

Next Post Previous Post