আজকে আমরা জানবো জন্ম নিবন্ধন ফি পেমেন্ট কিভাবে করবো, জন্ম নিবন্ধন ফি কত টাকা, অনলাইন জন্ম নিবন্ধন ফি কত টাকা, জন্ম নিবন্ধন সংশোধন ফি কত টাকা।
.জন্ম নিবন্ধন ফি পেমেন্ট কিভাবে করতে হয় এবং জন্ম নিবন্ধন ফি কত টাকা লাগে তা একজন নাগরিক বা আবেদনকারীর জানা খুবই প্রয়োজন। কারণ তার সঠিক তথ্য না জানার কারণে বাংলাদেশের কিছু কিছু জায়গায় নির্ধারিত জন্ম নিবন্ধন ফি পেমেন্ট থেকেও অতিরিক্ত কিছু টাকা দাবী করে।
এতে করে যেমন বাংলাদেশ সরকারের লক্ষ্য অর্জিত কঠিন হচ্ছে। তেমনি অন্যাদিকে একজন সেবা গ্রহীতার উপরও বাড়তি চাপ হচ্ছে।
তবে সরকারি কাজের ফি দেওয়া যেমন আপনার বাধ্যবাদকতা তেমনি নৈতিক দায়িত্ব।
তাই আজকে আলোচনা করবো জন্ম নিবন্ধন ফি কিভাবে পেমেন্ট করবেন এবং জন্ম নিবন্ধন ফি কত টাকা।
জন্ম নিবন্ধন ফি কত টাকা
জন্ম নিবন্ধন ফি পেমেন্ট কিভাবে করতে তা জানার আগে জানতে হবে আপনার জন্ম নিবন্ধন ফি এর পরিমাণ।
বাংলাদেশে সরকারি বিধি মোতাবেক বয়সভেদে জন্ম নিবন্ধন ফিস ভিন্ন হয়ে থাকে। আপনাকে আগে জন্ম নিবন্ধন ফি সম্পর্কে জানতে হবে তারপর জন্ম নিবন্ধন ফি পেমেন্ট সম্পর্কে জানলে উপকার হবে।
বাংলাদেশ থেকে জন্ম নিবন্ধন ফি কত টাকা
জন্ম নিবন্ধন ফি ২৫ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে তা নির্ভর করে বয়সের উপর।
এখন জানবো জন্ম নিবন্ধন ফি কত হবে বয়স ভেদে
ক্র.নং | কি বাবদ ফি | কত টাকা |
০১ | নিবন্ধনাধী ব্যক্তির বয়স ০ থেকে ৪৫ দিন পর্যন্ত | বিনা ফিস ( ফ্রি ) |
০২ | নিবন্ধনাধী ব্যক্তির বয়স ৪৫ দিনের পর থেকে ৫ বছর বয়স হলে | ২৫ টাকা |
০৩ | নিবন্ধনাধী ব্যক্তির বয়স যদি ৫ বছরের উপরে হয় | ৫০ টাকা |
০৪ | তথ্য সংশোধনের প্রয়োজন হলে | ১০০ টাকা |
০৫ | জন্ম তারিখ ছাড়া যদি পিতার নাম, মাতার নাম, ঠিকানা, ইত্যাদি তথ্য সংশোধনের জন্য আবেদন করলে | ৫০ টাকা |
০৬ | ইংরেজি ও বাংলা উভয়ইভাবে তথ্য সংশোধনের পর বা সনদের কপি পেতে | বিনা ফিসে ( ফ্রি ) |
০৭ | ইংরেজি ও বাংলা উভয়ই ভাষায় জন্ম সনদ বা সার্টিফিকেটের নকল পেতে | ৫০ টাকা |
বাংলাদেশের বাইরে বা বিদেশ অবস্থানরত বাংলাদেশ মিশন থেকে আবেদন করলে জন্ম নিবন্ধন ফি কত
ক্র.নং | কি বাবদ ফি | কত টাকা |
০১ | নিবন্ধনাধী ব্যক্তির বয়স ০ থেকে ৪৫ দিন পর্যন্ত | বিনা ফিস ( ফ্রি ) |
০২ | নিবন্ধনাধী ব্যক্তির বয়স ৪৫ দিনের পর থেকে ৫ বছর বয়স হলে | ১ মার্কিন ডলার |
০৩ | নিবন্ধনাধী ব্যক্তির বয়স যদি ৫ বছরের উপরে হয় | ১ মার্কিন ডলার |
০৪ | তথ্য সংশোধনের প্রয়োজন হলে | ২ মার্কিন ডলার |
০৫ | জন্ম তারিখ ছাড়া যদি পিতার নাম, মাতার নাম, ঠিকানা, ইত্যাদি তথ্য সংশোধনের জন্য আবেদন করলে | ১ মার্কিন ডলার |
০৬ | ইংরেজি ও বাংলা উভয়ইভাবে তথ্য সংশোধনের পর বা সনদের কপি পেতে | বিনা ফিসে ( ফ্রি ) |
০৭ | ইংরেজি ও বাংলা উভয়ই ভাষায় জন্ম সনদ বা সার্টিফিকেটের নকল পেতে | ১ মার্কিন ডলার |
নিজে আবদেন বা অনলাইন জন্ম নিবন্ধন ফি কত ২০২৪ সালে কত টাকা লাগে
বর্তমানে অনেকেরই হাতে দেখা যায় পূর্বের দেওয়া হাতে লিখা জন্ম নিবন্ধন আছে। তা নিয়ে বর্তমানে কোন কাজে আসে না। কারণ সব ক্ষেত্রেই অনলাইন জন্ম নিবন্ধনের কথা বলা হয়ে থাকে।
এ থেকে মুক্তি পেতে আপনাকে নতুন একটি জন্ম সনদের জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে উপরে বর্ণিত নির্ধারিত ফি প্রদান করে আবেদন করতে হবে। তবে আপনি কয়েকভাবে আবেদন করতে পারেন। প্রথমত ইউনিয়ন পরিষদ থেকে এবং দ্বিতীয়ত যেকোনো কম্পিটার দ্বারা সেবা প্রদান করে এমন দোকান থেকে তৃতীয়ত যদি নিজে পারেন মোবাইল অথবা কম্পিউটার দিয়ে।
আর যদি আপনার সনদের মাঝে কোন ভুল থাকে অথবা ইংরেজিতে না থাকে তাহলে কিন্তু জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করলে তা যথাযথ নিয়ম অনুসরণ করে যদি অনুমোদিত হয় তাহলে আপনি ইংরেজিতে জন্ম নিবন্ধন পাবেন।
একটি কথা মনে রাখবেন, বর্তমানে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় জন্ম নিবন্ধন বাধ্যতামূলক।
জন্ম নিবন্ধন ফি পেমেন্ট কিভাবে করবেন
জন্ম নিবন্ধন ফি পেমেন্ট করার আগে পূর্বে বর্ণিত জন্ম নিবন্ধনের জন্য ফি মোতাবেক যেমনঃ নতুন আবেদনের ফি, সংশোধন ফি এবং জন্ম সনদ এর নকল বা ডুপ্লিকেট এর জন্য আবেদনের ফি মূলত যত ধরনের ফি আছে তা ইউনিয়ন পরিষদ নগদ গ্রহণ করে থাকে। তার জন্য নির্দিষ্ট রশিদ দিতে পারে।
আদায়কৃত সকল ধরনের ফি ইউপি তার নিজস্ব চালানের মাধ্যমে বাংলাদেশ সরকারের রাজস্বখাতে জমা করে থাকে।
জন্ম নিবন্ধন ফি পেমেন্ট গেজেট
বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবার মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ০৭ মার্চ ২০১৮ সালে জন্ম নিবন্ধনের উপর একটি গেজেট প্রকাশিত করে।
এর মধ্যে সকল নিয়ম কানুন এবং জন্ম নিবন্ধন ফি পেমেন্ট এর সকল তথ্যাদি সন্নিবেশিত করা হয়েছে।
পরিশেষে একটি কথা যা আমাদের মধ্যে অনেকেরই জানা আছে যে জন্ম নিবন্ধন ফি পেমেন্ট এবং জন্ম নিবন্ধন ফি কত । তারপরও অনেকেরেই এই সংক্রান্ত ঝামেলায় পড়তে হয়। কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত টাকা আবার সময় ক্ষেপণের। অনেক সময় সার্ভার জটিলতা আবার অনেক সময় মনোভাবের জটিলতা থাকতে পারে।
চলুন আমরা আইন মেনে চলি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। এই স্লোগান যদি মনে ধারণ করে তাহলেই কিন্তু আর সমস্যা থাকে না।
জন্ম নিবন্ধন ফি সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে?
উত্তরঃ শিশুর বয়স ৫ বছরের নিচে ২৫ টাকা এবং ৫ বছরের উপরের ব্যাক্তির জন্য ৫০ টাকা।
প্রশ্নঃ জন্ম নিবন্ধন সংশোধন ফি কত টাকা?
উত্তরঃ ৫০ টাকা।
প্রশ্নঃ জন্ম সনদ থেকে বয়স কি সংশোধন করা যায়?
উত্তরঃ কিছু ক্রাইটেরিয়ার ক্ষেত্রে করা যায়। সংশোধন করা যায় তবে এর প্রমাণক হিসাবে দাখিল করা খুব জটিল।
প্রশ্নঃ হাতে লিখা জন্ম নবন্ধন অনলাইন করতে কত টাকা লাগে?
উত্তরঃ ৫০ টাকা।
প্রশ্নঃ নিজে আবেদন করলে কি অনলাইন জন্ম সনদ পাব?
উত্তরঃ আপনি নিজে আবেদন করলেও ইউপি অফিসে জমা দিয়ে এবং নির্ধারিত ফি দিয়ে অনুমোদন করাতে হবে। তারপর এটি বৈধ হবে।
পোস্ট ট্যাগঃ জন্মনিবন্ধন কিভাবে করব, জন্মনিবন্ধন করতে কি কি লাগে, অনলাইন জন্মনিবন্ধন যাচাই,জন্মনিবন্ধন কত টাকা ফিস দিতে হয়,জন্মনিবন্ধন সংশোধন কিভাবে করতে হয়, জন্মনিবন্ধন ডাউনলোড কিভাবে করতে হয়,জন্মনিবন্ধন যাচাই বা চেক করে কিভাবে।