ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | LRSD Latest Job Circular 2024

 

ভূমি রেকর্ড ও জরিপ -এ চাকুরী

বাংলাদেশ ভূমি মন্ত্র ণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওয়াধীন জোনাল ও উপজেলা স্যাটালম্যান্ট অফিসের জন্য লোকবল নিয়োগ করার উদ্দেশ্যে গত ১৪ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।



এতে ১৫টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০১৭ টি শূণ্য পদে লোক নিয়োগ করবে। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবে। তবে কিছু কিছু পদের জন্য নির্দিষ্ট কিছু জেলা বাদ থাকবে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।

শূণ্য পদের বিপরীতে নারী ও পুরুষ উভয়েরই আবেদন করার সুযোগ রাখা হয়েছে। আবেদনের জন্য যদি আপনার যোগ্যতা থাকে তাহলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই আপনার আবেদনটি সঠিকভাবে করে নিন। তার আগে দেখে নিন বিস্তারিত।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | DLRS Latest Job Circular 2024

পদের নামশিক্ষাগত যোগ্যতাবিশেষ যোগ্যতাপদ সংখ্যা

বেতন

সাঁটলিপিকারকামকম্পিউটার অপারেটরঅন্যূন্য দ্বিতীয় শ্রেণির স্নাতক অথবা সমমান১. কম্পিউটার চালনায় পারদর্শী।

২. সাঁটলিপিতে  প্রতি মিনিটে ইংরেজি ৮০ এবং বাংলা ৫০ শব্দ এবং কম্পিউটারের ইংরেজি ৩০ এবং বাংলা ২৫ শব্দ ( সর্বনিম্ন টাইপ করতে হবে)।

০৫টি১১,০০০-২৬৯৫০টাকা।
সার্ভেয়ার৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি২৭২টি১০,২০০-২৪,৬৮০ টাকা
ট্রাভার্স সার্ভেয়ার৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি১০টি৯,৭০০-২৩,৪৯০ টাকা
কম্পিউটর৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি১৩টি৯,৭০০-২৩,৪৯০ টাকা
ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপারঅন্যূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চমাধ্যমিক অথবা সমমানড্রাটিং ট্রেড কোর্স সনদ২৯৫টি৯,৭০০-২৩,৪৯০ টাকা
ড্রাইভারজে এস সিহালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স১২টি৯,৭০০-২৩,৪৯০ টাকা
নাজির কাম ক্যাশিয়ারঅন্যূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চমাধ্যমিক অথবা সমমান১. কম্পিউটার চালনায় দক্ষ

২. কম্পিউটারে মুদ্যাক্ষরে মিনিটে সর্বনিম্ন ইংরেজি ২০ ও বাংলা ২০ শব্দ টাইপ।

১৭টি৯,৩০০-২২,৪৯০ টাকা
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকঅন্যূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চমাধ্যমিক অথবা সমমান১. কম্পিউটার চালনায় দক্ষ

২. কম্পিউটারে মুদ্যাক্ষরে মিনিটে সর্বনিম্ন ইংরেজি ২০ ও বাংলা ২০ শব্দ টাইপ।

২১টি৯,৩০০-২২,৪৯০ টাকা
পেশকারঅন্যূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চমাধ্যমিক অথবা সমমান১. কম্পিউটার চালনায় দক্ষ

২. কম্পিউটারে মুদ্যাক্ষরে মিনিটে সর্বনিম্ন ইংরেজি ২০ ও বাংলা ২০ শব্দ টাইপ।

৩৭৮টি৯,৩০০-২২,৪৯০ টাকা
রেকর্ড কিপারঅন্যূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চমাধ্যমিক অথবা সমমান১. কম্পিউটার চালনায় দক্ষ

 

২৯১টি৯,৩০০-২২,৪৯০ টাকা
খারিজ সহকারীঅন্যূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চমাধ্যমিক অথবা সমমান১. কম্পিউটার চালনায় দক্ষ

২. কম্পিউটারে মুদ্যাক্ষরে মিনিটে সর্বনিম্ন ইংরেজি ২০ ও বাংলা ২০ শব্দ টাইপ।

৪৭৪টি৯,৩০০-২২,৪৯০ টাকা
যাঁচ মোহরারঅন্যূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চমাধ্যমিক অথবা সমমান১. কম্পিউটার চালনায় দক্ষ

 

৪২২টি৯,৩০০-২২,৪৯০ টাকা
কপিস্ট কাম বেঞ্চ সহকারীঅন্যূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চমাধ্যমিক অথবা সমমান১. কম্পিউটার চালনায় দক্ষ

২. কম্পিউটারে মুদ্যাক্ষরে মিনিটে সর্বনিম্ন ইংরেজি ২০ ও বাংলা ২০ শব্দ টাইপ।

৪৮০টি৯,৩০০-২২,৪৯০ টাকা
অফিস সহায়কউচ্চমাধ্যমিক বা সমমান১৮২টি৮,২৫০-২০,০১০ টাকা
চেইনম্যানউচ্চমাধ্যমিক বা সমমান১৪৫টি৮,২৫০-২০,০১০ টাকা

 

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | LRSD Latest Job Circular 2024

এর জন্য আবেদন কিভাবে করা যাবে।

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তার জন্য http://dlrs.teletalk.com.bd/ ঠিকানায় যেতে হবে।

প্রার্থীর বয়সঃ ২৪/০৩/২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ এর মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধাদের পুত্র/ মেয়েদের এবং শারিরীক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের সময়ঃ

আবেদন শুরুঃ ২৪/০৩/২০২৪ খ্রি. সকাল ১০.০০টায়

আবেদনের শেষ তারিখঃ ৩০/০৪/২০২৪ খ্রি. বিকাল ০৫.০০টায়

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ ২০২৪ -এ আবেদন করলে কি কি লাগবে

ছবিঃ ৩০০X৩০০ পিক্সেল মাপের রঙিন ছবি সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট।

স্বাক্ষরঃ ৩০০X৮০ পিক্সেলস সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ ২০২৪ -এ কাগজপত্র কি কি লাগে

আবেদনকারীর সকল যোগ্যাতার সনদের তথ্য

আবেদনের ফি কতঃ

আবেদনকারী তার আবেদন সাবমিট করার পর তার ৭২ ঘণ্টার মধ্যে আবেদনের ফি জমা দিতে হবে। অন্যথায় আবেদনটি বাতিল হয়ে যাবে।

১ থেকে ১৩ পর্যন্ত ২০০ টাকা + ২৩টাকা সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং শেষের ২টি পদের জন্য ১০০ টাকা + ১২টাকা সার্ভিস চার্জসহ মোট ১১২টাক টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে।

কিভাবে পাঠাবোঃ

২টি SMS এর মাধ্যমে আবেদন ফি পাঠানোর কাজটি সম্পন্ন করতে হবে।

১ম SMS: মোবাইলের এস এম এস এর এখানে গিয়ে DLRS <space> আবেদনের প্রাপ্ত USER ID টাইপ করতে হবে। তারপর পাঠাতে হবে 16222 এই নাম্বারে।

উদাহরণঃ DLRS RAHIM তারপর Send to 16222

তারপর স্বয়ংক্রিয়ভাবে একটি রিপ্লাই আসবে এরকমঃ

Applicant’s name, TK.223 অথবা TK.112 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DLRS <space> YES <space> PIN and Send to 16222.

উদাহরণঃ DLRS YES 12345678 এবং পাঠাতে হবে 16222 এই নাম্বারে।

তারপর একটি স্বয়ংক্রিয়ভাবে রিপ্লাই আসবে এরকম।

Congratulation Rahim, Payment  completed successfully for DLRS application for the (post name) USER ID is 12345678 and Password (………)

তারপর আপনার আবেদন কপিটি প্রিন্ট করে যত্ন সহকারে রাখতে হবে।

সর্বোপরি আপনি সতর্ক থেকে আবেদন সম্পন্ন করুন। কারণ সুযোগ একবারই আসে।

শুভকামনা রইল আপনাদের জন্য।

ধন্যবাদ।

Next Post Previous Post