বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর | চাকুরির প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য| পর্ব ০৩

 বিভিন্ন চাকুরির পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য বাংলা সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি নিয়োগ পরীক্ষায় কমপক্ষে ১-২ টি প্রশ্ন থাকে। তাই বাংলা সাহিত্যের এম সি কিউ বা বহুনির্বাচনী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | পর্ব ০৩ 

বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর | চাকুরির প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য| পর্ব ০৩


তাহলে নিচ থেকে শুরু করে দিন আজকের মেধা যাচাইয়ের পরীক্ষা।




১.প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় ?
ক) উপমিত
খ) উপমান
গ) উপমেয়
ঘ)রূপক
২.মহর্ষি কোন সমাস?
ক) কর্মধারায়
খ) দ্বন্দ্ব
গ) তৎপুরুষ
ঘ) দ্বিগু
৩. বাংলাদেশের প্রথম সংবাদপত্র-
ক) আজাদ
খ)সমাচার দর্পণ
গ) বঙ্গদর্শন
ঘ) বেঙ্গল গেজেট
৪. ‘ প্রতিদিন ঘরহীন ঘরে’ কাব্য গ্রন্থের রচয়িতা-
ক)আহসান হাবীব
খ) মহাদেব সাহা
গ) আলাউদ্দিন আল আজাদ
ঘ) শামসুর রহমান
৫. জসীমউদ্দীনের নাটক-
ক)বেদের মেয়ে
খ) রাখালী
গ) মাটির কান্না
ঘ)বোবা কাহিনী
৬.‘দৃষ্টিহীন’ কার ছদ্মনাম?
ক)প্যারীচাঁদ মিত্র
খ)মধুসূদন দত্ত
গ) মধুসূদন মজুমদার
ঘ)বিহারীলাল চক্রবর্তী
৭. বিভা :কিরণ :: সুবলিত: ?
ক) সুবিদিত
খ)সুগঠিত
গ)সুবিনীত
ঘ) বিধিত
৮. কোনটি অগ্নি’র সমার্থক শব্দ নয়?
ক)পাবক
খ) হুতাশন
গ)প্রজ্বলিত
ঘ) বহ্নি
৯.‘‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
ক)আল মাহমুদ
খ) আব্দুল মান্নান সৈয়দ
গ) অমিয় চক্রবর্তী
ঘ)শামসুর রহমান
১০. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্য প্রকাশিত হয় কত সনে?
ক)১৯১০
খ)১৯১১
গ)১৯১২
ঘ)১৯১৩
১১.কোন বানানটি শুদ্ধ?
ক) নিঢরহ
খ) নীরিহ
গ) নীরীহ
ঘ) নিরীহ
১২যা নিন্দার যোগ্য নয়--
ক) নিন্দনীয়
খ) প্রশংসনীয়
গ) অনিন্দ্য
ঘ) প্রশংসার যোগ্য
১৩. ভুল বানান কোনটি?
ক) সমিতি
খ) প্রতিতি
গ) জ্যামিতি
ঘ) প্রকৃতি
১৪.‘যার বাসস্থান নেই’- বাক্যের এক কথায় প্রকাশ কি ?
ক) অনিকেতন
খ) উদ্বাস্তু
গ)অনুজ
ঘ) একাহারী
১৫. ‘মুখ তোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি?
ক)নিজের মুখ উপরে তোলা
খ) অন্যের মুখ তুলে ধরা
গ) প্রসন্ন হওয়া
ঘ) নষ্ট করা
১৬. ‘গুড়ে বালি’ কথাটির অর্থ কি?
ক) বাতাসে বালি
খ) আশায় নৈরাশ্য
গ)ভালতে খারাপ
ঘ) গোবরে পদ্মফুল
১৭. নির্মল এর বিপরীত শব্দ কি?
ক)প্রফুল্ল
খ) বিশুদ্ধ
গ) পঙ্কিল
ঘ) কোনোটিই নয়
১৮. ‘মনীষা’ শব্দের বিপরীত অর্থ-
ক) নির্বোধ
খ) প্রভা
গ) মনসসিতা
ঘ) স্থিরতা
১৯. “বামেতর” শব্দটির অর্থ-
ক) বাম চোখ
খ) ইতর
গ) বাম দিক
ঘ) ডান
২০.‘পয়জার’- এর সমার্থক শব্দ কোনটি?
কছুতার
খ) পাদুকা
গ) উন্মাদ
ঘ) দাঁড়িপাল্লা

আপনার ফলাফল

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

--

পরিশেষে একটি কথা যা আমি বার বার বলার এবং বুঝানোর চেষ্ঠা করি। তাহলো নিজেকে নিজেরই প্রস্তুত করতে হবে। আপনি যদি ভাল কিছু করেন তাহলে এর ক্রেডিট নেওয়ার মত লোকের অভাব হবেনা। যেমনঃ মা-বাবা থেকে শুরু করে সবাই পরিচয় দিবে। আর যদি ভাল কিছু না করতে পারেন তাহলে একান্ত শুভাকাঙ্খী ছাড়া আর কেউ পরিচয় দিবে না।
তাই বেলা শেষে নিজের বলতে একমাত্র নিজেই থাকবে। তাই সময় থাকতে প্রস্তুতি নিন।
ধন্যবাদ।
Next Post Previous Post