বাংলা সাহিত্যের MCQ- চাকুরির পরীক্ষার জন্য বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন
শংকর দাস
১৯ ডিসে, ২০২৪
চাকুরীর পরীক্ষার জন্য একজন প্রার্থীকে নিয়মিত যুদ্ধ করে যেতে হয়। আর তাঁরাই শেষ হাসি হাসে যাঁরা নাকি নিয়মিত যুদ্ধ সংগ্রাম করে । এবং সেটা যদি হয় অধ্য্যনের সাথে। তাহলে তো কথায় নেই।
আজকে বাংলা সাহিত্যের ধারাবাহিক আলোচনার ২০ টি করে প্রশ্নের ধারাবাহিকতার প্রথম পর্ব। আশাকরি নিয়মিত প্রচেষ্ঠা সফলতার প্রত্যেকটি সিঁডির ধাপ অতিক্রম করা হবে।
তাহলে শুরু করে দিন এবং নিজেকে যাচাই করুন।
১.কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হাতে যে রাত্রে বহীবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। উপরিউক্ত চরণের রচয়িতা কে?
ক) শামসুর রাহমান
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) কাজী নজরুল ইসলাম
ঘ)কোনটিই নয়
২. কোন বাক্যে ক্রিয়া পদ উহ্য রয়েছে?
ক)তিনি সাঁতার কাটছেন
খ)ইনি আমার ভাই
গ) কবির বই পড়ছে
ঘ) আমি লিখছি
৩. ক্রিয়া সম্পাদনের যন্ত্র,উপকরণ বা সহায়ককে কি বলে?-
ক) অপাদান কারক
খ) করণকারক
গ) কর্মকারক
ঘ) অধিকরন কারক
৪. ‘মিথ্যাবাদী রাখাল’ কাব্যটির রচয়িতা কে?
ক)সৈয়দ শামসুল হক
খ) মোহাম্মদ মনিরুজ্জামান
গ) আব্দুল মান্নান
ঘ) সৈয়দ আল মাহমুদ
৫. কবি গানের প্রথম কবি –
ক) গোজলা পুট
খ) হরু ঠাকুর
গ) ভবানী ঘোষ
ঘ) নিতাই বৈরাগী
৬. বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন?
ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) সুকুমার সেন
গ) মুহম্মদ শহীদুল্লাহ্
ঘ) মুহম্মদ এনামুল হক
৭. ভাষার ক্ষুদ্রতম একক কোন্টি?
ক) বর্ণ
খ)শব্দ
গ)অক্ষর
ঘ) ধ্বনি
৮. কোনটি তদ্ভব শব্দ ?
ক)চাঁদ
খ) সূর্য
গ)গগন
ঘ) নক্ষত্র
৯.ঘুম থেকে জেগে বৈশাখি ঝড়ে কুড়ায়েছি ঝড়া আম’ এই লাইনটির লেখক বা কবি কে?
ক)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ)Iসানাউল হক
গ)Iবেগম সুফিয়া কামাল
ঘ)সুফিয়া আহম্মেদ
১০. কোন বানানটি শুদ্ধ?
ক)সূচিষ্মিতা
খ)সূচিস্মিতা
গ)সূচীস্মিতা
ঘ)সুচিস্মিতা
১১. সঞ্চিতা- কোন কবির কাব্য সংকলন?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) জীবনানন্দ দাস
১২. জয় সুচনা করে এরূপ তিথি-
ক) জয়োৎসব
খ) জয়তিথি
গ) জয়ন্তী
ঘ) শুভ তিথি
১৩. কোনটি নিত্য মূর্ধন্য-ণ বাচক শব্দ?
ক) পুণ্য
খ) গ্রহণ
গ) স্মরণ
ঘ) অর্পণ
১৪. বিদ্যুৎ-এর সমার্থক শব্দ
ক) মরুৎ
খ) শম্পা
গ)ময়ূখ
ঘ) ছটা
১৫. বঙ্গভাষা- সনেটটি কোন ছন্দে রচিত?
ক) অক্ষরবৃত্ত
খ) স্বরবৃত্ত
গ) অমিত্রাক্ষর
ঘ) মাত্রাবৃত্ত
১৬. মীর মশাররফ হোসেনের নাটক কোনটি ?
ক) নটির পূজা
খ) বেহুলা গীতাভিনয়
গ) নবীন তপস্বিনী
ঘ) কৃষ্ণকুমারী
১৭. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়ায়ি কী ধরনের চরিত্র ?
ক) শ্রী রাধার ননদিনী
খ) শ্রী রাধার শাশুড়ি
গ) রাধাকৃষ্ণের প্রেমের দূতী
ঘ) জনৈক গোপবালা
১৮. জসীমউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে যোগদেন কত সালে?
ক) ১৯৪৮
খ) ১৯২৮
গ) ১৯৩৮
ঘ) ১৯৩৬
১৯. ধাতুর পর কোন পদ যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
ক) আন
খ) আই
গ) আল
ঘ) আও
২০.বৈরাগ্য সাধনে —–সে আমার নয় । শূণ্যস্থান পূরণ করুন
ক)মুক্তি
খ) আনন্দ
গ) আশ্বাস
ঘ) বিশ্বাস
আপনার ফলাফল
Total Questions Attempted: 0
Correct Answers: 0
Wrong Answers: 0
--
পরিশেষে বলছি। আপনার সফলতা আপনাকেই অর্জন করতে হবে। কেউ যদি কোনো প্রকার সহায়তা করে তাহলে সেটিকে আপনি প্লাস পয়েন্ট হিসেবে ধরে নিতে পারেন। মনে রাখবেন আপনার পথ আপনাকেই অতিক্রম করতে হবে।
যদি আজকের এই টপিক্সটি আপনার উপকারে আসবে বলে মনে করেন তাহলে অন্যদের মাঝে যদি ছড়িয়ে দিন তাহলে তারাও হয়তো উপকৃত হবেন।
কোন কিছু যদি বলার থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।