ফেইসবুক থেকে কীভাবে ইনকাম করা যায়। ফেইসবুক থেকে ইনকামের ৫টি উপায়।

 

ফেইসবুক থেকে ইনকাম করার জন্য প্রায় বেশিরভাগ মানুষই আগ্রহ প্রকাশ করে থাকেন। সবাই চাই নিজের বিনোদন উপভোগ করার সাথে সাথে যদি অল্প হলেও আয় হয় তাহলে মন্দ কিসের।

আপনার অনেকেই জানেন যে ফেইসবুক থেকে অনেকভাবেই টাকা ইনকাম করা যায়।

তাই আজকে আমি আপনাদের সাথে ফেইসবুক থেকে কীভাবে ইনকাম করা যায় তা নিয়ে আলোচনার মধ্যে ফেইসবুক থেকে ইনকামের সেরা ৫টি উপায় বা পদ্ধতি নিয়ে কথা বলব।

 

ফেইসবুক থেকে ইনকাম করার উপায়

ফেইসবুক থেকে ইনকামের যে সেরা ৫টি পদ্ধতি বা উপায় আমি আজকে বলব তা থেকে যদি আপনি যেকোনো একটিকেই সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনার দ্বারা ফেইসবুক থেকে ইনকাম করা সম্ভব।

চলুন সেগুলো একে একে আলোচনা করি।

১. Facebook Reels:

একসময় ফেইসবুকের মাধ্যমে মানুষ বিনোদনের পাশাপাশি লং টাইমের ভিডিও দিয়ে ইনকাম করতো। কিন্তু কালের পরিক্রমায় Youtube এর সাথে পাল্লা দিতে গিয়ে এখন ফেইসবুকে Reels এর দিকটাকে প্রাধান্য দিয়েছে।

আপনি যদি টার্গেট করেন যে ফেইসবুক থেকে মাসে ২ থেকে  ৪ লাখ টাকা পর্যন্ত আয় করতে সেটাও কিন্তু Facebook Reels এর মাধ্যমে সম্ভব।

এখন কথা হচ্ছে Facebook Reels ভিডিওগুলো কেমন হবে? হ্যাঁ Facebook Reels ভিডিও সাধারণত সর্বোচ্চ ৫৯ সেকেন্ডের এবং এর আনুপাতিক হার হয় ৯:১৬ মাপের।

বিভিন্ন ক্যাটাগরিতে এই Facebook Reels ভিডিও তৈরি করা যায়। তবে ইনকামের জন্য সবার শীর্ষে রয়েছে Funny Video. এই ধরনের ভিডিও যদি নিয়ম মেনে নিয়মিত আপ্লোড করা যায় তাহলে ভাল ধরনের ইনকাম করা সম্ভব। এরপরের স্থানগুলো দখল করেছে মোটিভেশনাল এবং টেক রিলেটেড ভিডিওগুলো।

২. Product Sale:

ফেইসবুক এর ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধির কারণে অন্যান্য মার্কেটপ্লেস থেকে সবচেয়ে বৃহদাকার ধারণ করছে ফেইসবুক। বর্তমানে পণ্য বিক্রয়ের জন্য যতগুলো চ্যানেল ব্যবহার করা করা হয় সব থেকে বেশি বিজ্ঞাপণ দেওয়া হয় ফেইসবুকের মাধ্যমে। এবং পণ্য বিক্রয়ের শীর্ষে রয়েছে এই মার্কেট প্লেসটি।

আপনি কীভাবে ফেইসবুকের মাধ্যমে পণ্য বিক্রয় করবেন?

আপনি চিন্তা করছেন যে আমার কাছে পণ্য নেই, পণ্য রাখার স্টোর নেই, নেই কোনো ডেলিভারির ব্যবস্থা। তাহলে আমি কীভাবে পণ্য বিক্রয় করবো?

এর সমাধানের রাস্তা আমি বের করে দিচ্ছি।

প্রথমত, আপনি যদি মনের মধ্যে প্রবল ইচ্ছা নিয়ে কাজ করতে চান তাহলে আপনি যেখানে বসবাস করছেন খবর নিয়ে দেখবেন যে কার নিজস্ব প্রোডাক্ট অথবা দোকান আছে এবং অনলাইনে বিক্রয়ের সাথে জড়িত না। তাদের সাথে কথা বলবেন। যে, আমি পণ্য বিক্রয় করবো এবং আমাকে কম মূল্যে দিতে হবে।

তারপর আপনি এই পণ্যের ছবি তুলে Facebook এ Marketplace-এ আপ্লোড অথবা নিজের প্রোফাইলে বা একটি Facebook Page ক্রিয়েট করে আপ্লোড করে নিয়ে প্রচারণা চালাতে পারেন। এবং পণ্য বিক্রয় হলে আপনি দোকানির কাছ থেকে নিয়ে বিভিন্ন থার্ড পার্টি ডেলিভারি পার্টনারদের সাথে কথা বলে ডেলিভারি দিয়ে দিবেন।

দ্বিতীয়ত, অনলাইনে অনেক সাইট আছে যারা নাকি বিভিন্ন Affiliate এবং Reseller হিসাবে অনুমোদন দিয়ে থাকে। এক্ষেত্রে একটি সুবিধা হচ্ছে আপনি একটি লিংক পাবেন এবং সেই লিংকের মাধ্যমে যদি কোনো পণ্য বিক্রয় করতে পারেন তাহলে আপনি ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে সাইটের নির্দেশনা মোতাবেক পরিশোধ করে দিলে আপনার দেওয়া নাম দিয়ে ঐ ক্রেতার নিকট পণ্য পাঠিয়ে দিবে। এক্ষেত্রে আপনাকে ডেলিভারির কোনো প্যারা নিতে হবেনা।

এই কাজগুলো করে কিন্তু অনেকেই সফলতা পেয়েছে।

৩. Full Length Video:

একটা সময় ছিল ভিডিও’র মধ্যে In Stream Ads এর মাধ্যমে ইনকাম ছিল অনেক বেশি। যদিও এখনও কিন্তু ভাল মানের একটি ইনকাম করা যায় এই ফুল ভিডিও’র মাধ্যমে।

এই ভিডিওগুলো ১মিনিটের বেশি অবশ্যই ডিউরেশন হতে হবে। এই ক্ষেত্রে ভিডিও’র আনুপাতিক যদি বর্গাকৃতি অথবা ১৬:৯  হয় তাহলেই ভাল হয়।

এবং এই ভিডিওতে আপনি ইচ্ছেমতো টাইটেল ট্যাগ এবং থাম্বনাইল ব্যবহার করে অডিয়েন্সদের নিকট আকর্ষণীয় করে তুলতে পারেন।

৪. Business Sponsor:

উপরের দুইটি কাজের মাধ্যমে যদি আপনি আপনার ফেইসবুকের জগতে ভাল মানের একটি অডিয়েন্স ব্যাংক গঠন করতে পারেন তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান আপনাকে  তাদের Sponsor হিসেবে নিতে পারে। এক্ষেত্রে কিন্তু আপনার ইনকামের চাকায় গতি বেড়ে যাবে।

যা আপনাকে ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিতি করে গড়ে তুলবে।

৫. News Article:

সমসাময়িক বিষয় বা পড়াশোনার কোনো টিউটোড়িয়াল অথবা সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয়ের উপর আপান্র যেটি ভাল লাগে এবং যেটির উপর আপনার জ্ঞানের বেশি দখল আছে তেমন বিষয় নিয়ে নিয়মিতভাবে আপানার প্রোফাইলে ভিডিও শেয়ার এবং তা নিয়ে আর্টিক্যাল লিখেও অডিয়েন্স গ্রো করতে পারেন।

আবার আপনি একটি ওয়েবসাইট ক্রিয়েট করে তাতে বিভিন্ন আর্টিক্যাল লিখে পাব্লিশ করে এর একটি চমকপ্রদ কভার ফটো বানিয়ে তা ফেইসবুকে পোস্ট করে এবং ওয়েবসাইটের আর্টিক্যালের লিংক কমেন্টের মাধ্যমে দিয়ে সাইটে ভিজিটরের সংখ্যা বৃদ্ধি করে আপনি Google AdSense  এপ্রুভ করিয়ে নিয়ে গুগুল এডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারেন।

পরিশেষে একটি কথা, আপনি উপরে উল্লিখিত ৫টি বিষয়ের মধ্য থেকে যেকোনো একটি বিষয় নিয়ে মনোযোগ দিয়ে নিয়মিতভাবে কাজ করেন তাহলে নিশ্চিত ফেইসবুক থেকে ইনকাম করতে পারবেন। তবে অনলাইন থেকে যেভাবেই আপনি ইনকাম করতে চান না কেন, আপনাকে ধৈর্য্য ধরে নিয়মিতভাবে কাজ করতে হবে। তাহলেই কিন্তু আপনি সফলতা পেতে পারেন।

শেষ কথা, আপনি যদি এই নিবন্ধ থেকে নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আর যদি কোন কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেতে পারেন।

ধন্যবাদ

Next Post Previous Post