বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ MCQ বাংলা সাহিত্যের কিছু গুরত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। চাকুরির প্রস্তুতির জন্য বাংলা সাহিত্যের প্রশ্ন
চাকুরীর প্রস্তুতির জন্য এবং বাংলা সাহিত্যের উপর জ্ঞান চর্চার জন্য ধারাবাহিক আলোচনার আজকে বাংলা সাহিত্যের উপর অনলাইন পরীক্ষার ২য় পর্ব। আশাকরি এগুলো অনুশীলনীর মাধ্যমে আপনার মেধাকে শাণিত করে তুলতে পারবেন।
বাংলা সাহিত্যের উপর ২য় পর্বের মেধা যাচাই করুন।
১.কোন ভাষাকে উত্তরাপথের ‘Lingua Franca’ বলা হয়?
ক) মৈথালী ভাষা
খ) মাগধী ভাষা
গ) মহারাষ্ট্র ভাষা
ঘ)সৌরসেনী ভাষা
২. কোন কর্মে বিভক্তি যুক্ত হয় না?
ক) সমধাতুজ কর্মে
খ) যৌগিক কর্মে
গ) মুখ্য কর্মে
ঘ) গৌণ কর্মে
৩. মতিচূর গ্রন্থের রচয়িতা কে?
ক) মীর মশাররফ হোসেস
খ)বেগম রোকেয়া সাখাওত হোসেন
গ) এয়াকুব আলী চৌধুরী
ঘ) ইসমাইল হোসেন সিরাজী
৪. যে প্রত্যয় কোনো পদের নির্দিষ্টতা বোঝায় তাকে কী বলে?
ক)সংখ্যা
খ) পদাশ্রিত নির্দেশক
গ) লিঙ্গ
ঘ)উপসর্গ
৫. মর্সিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
ক)উর্দু
খ) ফারসি
গ) আরবি
ঘ)তুর্কি
৬. "আত্মহত্যার অধিকার’ কার লেখা?
ক)বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ)তারাশংকর বন্দ্যোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ)মানিক বন্দ্যোপাধ্যায়
৭. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
ক) ১৯৫১ সালে
খ)১৯৬১ সালে
গ)১৯৭১ সালে
ঘ) ১৯৮১ সালে
৮. কোন গুচ্ছ বিদেশি উপসর্গ?
ক)নিম, ফি
খ) বদ, পরি
গ)অপি, সু
ঘ) গর, প্র
৯.‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
ক)আলালের ঘরের দুলাল
খ) জোহরা
গ)মৃত্যুক্ষুধা
ঘ)হাজার বছর ধরে
১০. সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন।
ক)দীর্ঘিকা, নদী, প্রণালী
খ)শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
গ)গাঙ, তটিনী, অর্ণব
ঘ)স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
১১. ‘তৎসম’ শব্দের ব্যাবহার কোন্ রীতিতে বেশি হয়?
ক) চলতি রীতি
খ) সাধু রীতি
গ) মিশ্র রীতি
ঘ) আঞ্চলিক রীতি
১২.“মীনচেতন’’ কে রচনা করেছেন?-
ক) শ্যামাদাস সেন
খ) শাহ মুহম্মদ সগীর
গ) মোঃ বরকতউল্লা
ঘ) আলাওল
১৩. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক) কলাপী
খ) নীরধি
গ) বিটপী
ঘ) অবনি
১৪. ‘বিরাগী’ শব্দের অর্থ কী?
ক) উদাসীন
খ) প্রতিকুল
গ)রাগহীন
ঘ) বিশেষভাবে রুষ্ট
১৫. ‘জন্মই আমার আজন্ম পাপ’-উক্তিটি কার?
ক) দাউদ হায়দার
খ) তসলিমা নাসরিন
গ) কায়কোবাদ
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
১৬. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার কয়ট?
ক) ৭টি
খ) ৯টি
গ)১০টি
ঘ) ৮টি
১৭. বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি??
ক) ব+ন্+ধ+ন্
খ) বন্+ধন্
গ) ব+ন্ধ+ন
ঘ) বান্+ধন্
১৮. ‘মনস্তাপ’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) মনোঃ + তাপ
খ) মন + তাপ
গ) মনস + তাপ
ঘ) মনো + তাপ
১৯. পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-
ক) পদ+ধতি
খ) পদ্ + হতি
গ) পৎ+ ধতি
ঘ) পথ+ ধতি
২০.“বুলবুলিতে ধান খেয়েছে”- এই বাক্যের ‘বুলবুলিতে’ শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে?
ক)করণে সপ্তমী
খ) অধিকরণে সপ্তমী
গ) কর্তাকারকে সপ্তমী
ঘ) অপাদানে সপ্তমী
আপনার ফলাফল
Total Questions Attempted: 0
Correct Answers: 0
Wrong Answers: 0
--
তাই নিয়মিত রুটিন করে চর্চা করুন ভাল কিছু হবে।
ধন্যবাদ।