এস এস সি ২০২৫ গণিত সাজেশন| SSC 2025 Math Suggestion

 এস এস সি পরীক্ষা ২০২৫ এর জন্য যে সকল শিক্ষার্থী প্রস্তুতির জন্য পরিশ্রম করতেছেন তাদের জন্য আমার এই SSC 2025 Math Suggestion নিয়ে ক্ষুদ্র আয়োজন। আশাকরি এইগুলো আপনাদের উপকারে আসবে বলে মনেকরি।

এর pdf ডাউনলোড করতে নিচে একটি অপশন দেওয়া আছে।

SSC 2025 Math Suggestion | এস এস সি ২০২৫ গণিত সাজেশন

ssc 2025 math suggestion


এস এস সি ২০২৫

বিষয়ভিত্তিক সাজেশন

বিষয়ঃ সাধারণ গণিত ( সকল বোর্ড)

 

ক-বিভাগঃ ( বীজগণিত ) ৩টি প্রশ্ন থাকববে যেকোনো ২টি প্রশ্নের উত্তর দিতে হবে।

সেট ফাংশন।  অনুশীলনী -২.১; ২.২।

বীজগাণিতিক রাশি। অনুশীলনী-  ৩.১;৩.২;৩.৩;৩.৪।

সূচক ও লগারিদম। অনুশীলনী- ৪.১;৪.২।

সসীম ধারা। অনুশীলনী- ১৩.১;১৩.২।

 

খ-বিভাগঃ (জ্যামিতি) ৩টি প্রশ্ন থাকবে ২টি প্রশ্নের উত্তর দিতে হবে।

ব্যবহারিক জ্যামিতি। অনুশীলনী- ৭.১;৭.২।

বৃত্ত। অনুশীলনী- ৮.১; ৮.২; ৮.৩; ৮.৪; ৮.৫।

 

গ-বিভাগঃ (ত্রিকোনোমিতি ও পরিমিতি) ৩টি প্রশ্ন থাকবে ২টির উত্তর দিতে হবে।

ত্রিকোনোমিতি। অনুশীলনী-৯.১; ৯.২।

পরিমিতি। অনুশীলনী-১৬.১; ১৬.২; ১৬.৩; ১৬.৪।

 

ঘ-বিভাগঃ (পরিসংখ্যান) ২টি প্রশ্ন থাকবে ১টি প্রশ্নের উত্তর দিতে হবে।

পরিসংখ্যান। অনুশীলনী-১৭ 

  

অধ্যায়ের নাম

প্রশ্নের নাম্বারসমূহ ( তারকা ‘*’ চিহ্নিত অধিক গুরত্বপূর্ণ হিসাবে গণ্য করা হবে )।

সেট ও ফাংশন

অনুশীলনী-২.১। উদাহরণঃ ৭, ১১। অনুশীনীর প্রশ্নঃ **১, **৪, ***৬, **৭, ** ৮(গ)।

অনুশীলনী-২.২। উদাহরণঃ ***১৮, ২১, **২৩, ২৪, ***২৫। অনুশীনীর প্রশ্নঃ ***১২, ১৩, ১৪, ***১৫, ***১৬, ১৮ ও ২৩।

 

বীজগাণিতিক রাশি

অনুশীলনীঃ ৩.১ উদাহরণঃ ৭। অনুশীলনীর প্রশ্নঃ ৫, ৬,**৭, ৮।

অনুশীলনীঃ ৩.২। উদাহরণঃ **১৬, ১৭। অনুশীলনীর প্রশ্নঃ **৭, ১০, ১২, ১৩(ক), ১৫, ***১৬।

অনুশীলনীঃ ৩.৩। উদাহরণঃ ২৮। অনুশীলনীর প্রশ্নঃ ***৩, ৫, ৬, ১০, ১২, ১৫, ১৬, ১৮, ২১।

 

সূচক ও লগারিদম

অনুশীলনীঃ ৪.১। উদাহরণঃ ২(খ), ৪, ৫। অনুশীলনীর প্রশ্নঃ ৭, ***৮, ১২, **১৩, ***১৪, ১৫, ১৭, ১৮ ও ১৯।

অনুশীলনীঃ ৪.২। উদাহরণঃ ৮, ***১০। অনুশীলনীর প্রশ্নঃ **১, **২ ও ***৪।

সসীম ধারা

অনুশীলনী ১৩.১। উদাহরণঃ ***২, ৩। অনুশীলনীর প্রশ্নঃ ৬, ৮, **১৩, **১৫, ***১৬, ***১৯, ***২০।

অনুশীলনী ১৩.২। উদাহরণঃ ৯। অনুশীলনীর প্রশ্নঃ ৭, ***৮, ৯, ***১০, ***১১।

ব্যবহারিক জ্যামিতি

অনুশীলনীঃ ৭.১। সম্পাদ্যঃ ১, ২, ***৩। অনুশীলনীর প্রশ্নঃ ৩, **৪, ৫, ***৬।

অনুশীলনী ৭.২। সম্পাদ্যঃ ৩, ***৪, ৫। অনুশীলনীর প্রশ্নঃ ***১৩, ***১৬।

অনশীলনী ৮.৪। সম্পাদ্যঃ ৮, ***৯, ***১০, **১১।

বৃত্ত

অনুশীলনীঃ৮.১। উপপাদ্যঃ ১৮, ২০, ২৩, ২৬, অনুশীলনীর প্রশ্নঃ **৭।

অনুশীলনীঃ  ৮.২। অনুশীলনীর প্রশ্নঃ*১, **২।

ত্রিকোনোমিতি

অনুশীলনীঃ ৯.১। উদাহরণঃ ৮, ৯, ***১১। অনুশীলনীর প্রশ্নঃ ১০, ১৬, ১৭, ১৯, ২০, **২১, ***২২, ***২৩, ***২৪।

অনুশীলনীঃ ৯.২। উদাহরণঃ **১৪। অনুশীলনীর প্রশ্নঃ ১৬, ১৭, ***১৮, ***১৯, **২০, ***২১, ***২৩, ***২৪, ***২৫, ***২৬।

পরিমিতি

অনুশীলনীঃ ১৬.১। উদাহরণঃ ৩, ৪। অনুশীলনীর প্রশ্নঃ ৫, ৯।।

অনুশীলনীঃ ১৬.২। উদাহরণঃ ৯, ১৪। অনুশীলনীর প্রশ্নঃ ৫, ৬, ৯, ১০।

অনুশীলনীঃ ১৬.৩। উদাহরণঃ ২১, ২৬, ২৭। অনুশীলনী প্রশ্নঃ  ৬, ৮, ৯।

অনুশীলনীঃ ১৬.৪। উদাহরণঃ ৩৩। অনুশীলনীর প্রশ্নঃ ৯, **১১, ১৬, ***১৭।

পরিসংখ্যান

ক. কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? এর পরিমাপ কয়টি ও কি কি/ মধ্যক শ্রেণির মধ্যমান/ প্রচুরক শ্রেণির মধ্যমান/ ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়।

খ. মধ্যক/ প্রচুরক/ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়।

গ. সারণি তৈরি করে অথবা সারণি হতে আয়তলেখ/ বহুভুজ/ অজিভরেখা অংকন কর।

সাজেশনটি Download করতে এখানে ক্লিক করুন।  


পরিশেষে একটি কথা হচ্ছে এখানের সকল গণিতের সাজেশনগুলো বিগত প্রশ্ন এবং প্রশ্ন কাঠামো বিবেচনা করে এবং অনুসন্ধান করে তালিকা করা হয়েছে। 

এগুলো মনোযোগ দিয়ে সমাধান করার পর বাকিগুলোও সমাধান করার চেষ্ঠা করবে। আর একটি কথা হচ্ছে নিজের চেষ্ঠায় হচ্ছে বড় শক্তি। তাই নিজের চেষ্ঠা অব্যাহত রাখবেন।

ধন্যাবাদ


Next Post Previous Post