৫ম শ্রেণির গণিত ১ম অধ্যায় অনুশীলনী ১ এর গুণের গুরুত্বপূর্ণ কাঠামোবদ্ধ বা সৃজনশীল প্রশ্ন

 প্রাথমিক শিক্ষায় ৫ম শ্রেণির একটি গুরুত্বপূর্ণ শ্রেণি যেখানে প্রাথমিক পর্যায়ের সমাপ্তী বা সমাপণী বলে গণ্য করা হয়। তাই এই ৫ম শ্রেণির অধ্যায়নের শেষে একজন শিক্ষার্থীকে অন্যান্য শ্রেণি থেকে একটু আলাদাভাবে মূল্যায়ন করা হয়। এবং জীবনের একাডেমিক পর্যায়ের মধ্যে সেটিকে গণনা করা হয়। 

তাই এই শ্রেণির জন্য প্রস্তুতি হওয়া চাই অন্যভাবে। আর এর জন্য আমাদের এই আয়োজন।

৫ম শ্রেণির গণিত ১ম অধ্যায় অনুশীলনী ১ এর গুণের গুরুত্বপূর্ণ কাঠামোবদ্ধ বা সৃজনশীল প্রশ্ন



আজকে ৫ম শ্রেণির গণিতের ১ম অধ্যায় এবং অনুশীলনী ১ এর উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ কাঠামোবদ্ধ বা সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়েছে। যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে একজন শিক্ষার্থী গণিত বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করবে বলে আমি মনে করি। 

অনুশীলনী -১

কাঠামোবদ্ধ প্রশ্নঃ

১. একটি গরুর দাম ও একটি খাসির মূল্য যথাক্রমে ৪২২৫০ টাকা ও ৯৭২৫ টাকা।

    ক) ১টি গরু ও ১টি খাসির মূল্যের পার্থক্য কত?                উত্তরঃ ৩২৫২৫টাকা।

    খ) ৮টি খাসির মূল্য কত?                                         উত্তরঃ ৭৭৮০০টাকা।

    গ) ১ডজন গরু ও তিন হালি খাসির  মূল্য কত?                উত্তরঃ ৫০৭০০০ টাকা ও ১১৬৭০০টাকা।

২. কোনো গ্রামে ৩৫০ জন লোক বাস করে। রাস্তা নির্মাণের জন্য সবাই মিলে মাথাপিছু ১৫০০ টাকা দিল। এছাড়াও রাস্তার পাশে গাছ লাগানোর জন্য প্রত্যেকে ৩টি করে চারা দিল।

    ক) গুণ্য কাকে বলে?

    খ) গুণ্য, গুণক ও গুণফলের সম্পর্ক লেখ।

    গ) ঐ রাস্তায় কতটি চারা গাছ লাগানো হয়েছিল?               উত্তরঃ ১০৫০টি।

৩. মৃদুল সাহেব দৈনিক আয় করেন ১৮৫০ টাকা, দৈনিক ব্যয় করেন ১১২০ টাকা।

১মাস=৩০দিন; ১বছর=১২মাস।

    ক) মৃদুল সাহেবের ২ সপ্তাহে আয় কত টাকা? উত্তরঃ ২৫৯০০টাকা।

    খ) তিনি আড়াই বছরে কত টাকা আয় করেন? উত্তরঃ ১৬৬৫০০০ টাকা।

    গ) দৈনিক সঞ্চয় হিসাবে তাঁর ৮ মাসে সঞ্চয় কত টাকা? উত্তরঃ ১৭৫২০০০ টাকা।

৪. গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে ৩২৪টি পরিবার আছে। প্রত্যেক পরিবার ২৫০ টাকা করে জমা দেয়।

    ক) প্রত্যেক পরিবারে সদস্য সংখ্যা ৯ জন হলে ঐ গ্রামের লোক সংখ্যা  কত?

    খ) একটি পরিবারের দৈনিক ব্যয় ৭০০ টাকা হলে এক মাসে ঐ পরিবারের ব্যয় কত টাকা?

    গ) রাস্তা মেরামতের জন্য ঐ গ্রাম থেকে মোট কত টাকা তোলা যাবে?

৫. এক বয়াম কফির মূল্য ৭২৫ টাকা এবং এক প্যাকেট দুধের মূল্য ৩২০ টাকা।

    ক) ২৫ বয়াম কফির মূল্য কত টাকা?

    খ) ১২৭ প্যাকেট দুধের মূল্য কত টাকা?

    গ) ১৯ প্যাকেট দুধ ও ২৫ বয়াম কফির মূল্য একত্রে কত টাকা হবে?

৬. ২০২৪ সালে একটি বিদ্যালয়ে ৩৭০ জন শিক্ষার্থী আছে। প্রতি বছর ১৯০ জন ঐ বিদ্যালয়ে ভর্তি হয় ও ১২০ জন বিদ্যালয় ত্যাগ করে। শিক্ষার্থীদের মাসিক ১৭০ টাকা বেতন দিতে হয়।

    ক) ১২ বছরে মোট কতজন শিক্ষার্থী ভর্তি হবে?

    খ) ২০২৪ সালে বিদ্যালয়ের বার্ষিক আয় কত ছিল?

    গ) ২০৩০ সালে ঐ বিদ্যালয়ে মোট শিক্ষার্থী কত হবে?

৭. একটি গ্রামে প্রত্যেক ব্যক্তি ৫৫ টাকা করে একটি সমিতিতে চাঁদা দিল। ঐ গ্রামে ৯৯৯ জন ব্যক্তি ঐ সমিতির সদস্য সংখ্যা।

    ক) সমিতিতে কত টাকা চাঁদা জমা হলো?

    খ) প্রত্যেক সদস্য ৬০ টাকা করে চাঁদা দিলে কত টাকা জমা হবে তা সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ     করে বের করো।

৮. একটি বাগানে ১৭ সারি নারিকেল গাছ ও ২৮ সারি সুপারি গাছ আছে। প্রত্যেক সারিতে গাছ আছে ২০ টি করে।

    ক) গুণ্য নির্ণয়ের সূত্রটি লিখ।

    খ) বাগানের সুপারি গাছের সংখ্যা নির্ণয় কর।

    গ) বাগানের নারিকেল গাছের সংখ্যা নির্ণয় কর। 

এগুলোর সমাধান দেখতে এখানে ক্লিক করুন। 

পরিশেষে একটি কথা, এই প্রশ্নগুলো বিগত প্রাথমিক সমাপণী পরীক্ষা এবং বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র গবেষণা করে তৈরি করা হচ্ছে।

আশাকরি এগুলো নিয়মিত অনুশীলনের মাধ্যমে গণিতের দক্ষতাকে আরও শাণিত করে গড়ে তুলতে পারবে।

এই বিষয়ে যদি কোনো প্রকার মতামত থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারেন।

ধন্যবাদ

Next Post Previous Post