৫ম শ্রেণির গণিত অধ্যায় ২ (অনুশীলনী ২) ভাগ এর সৃজনশীল বা কাঠামোবদ্ধ প্রশ্ন

 ৫ম শ্রেণির গণিত সমাধানের এই পর্বে প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণি এর ২য় অধ্যায় ভাগ (অনুশীলনী ২) থেকে পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ সৃজনশীল বা কাঠামোবদ্ধ প্রশ্ন দেওয়া হলো যা শিক্ষার্থীদের জ্ঞান ও মেধাকে আরও শানিত করে তুলবে।

৫ম শ্রেণির ভাগের সৃজনশীল প্রশ্ন

অনুশীলনী -২

কাঠামোবদ্ধ প্রশ্নঃ

১. একটি চালের গুদামে ৫১০কেজি চাল ছিল। গুদামের মালিক অন্য গুদামে চাল সরানোর জন্য ১৫ কেজি ধারণক্ষমতার কিছু ব্যাগ বাজার থেকে নিয়ে আসেন।

ক) ভাগফল কাকে বলে?

খ) ভাজ্য ও ভাজকের সাথে ভাগফল ও ভাগশেষের সম্পর্ক কী?

গ) সবগুলো চাল সরানোর জন্য কতগুলো ব্যাগ লাগবে? উত্তরঃ ৩৪টি।

২. ৫৪ দ্বারা একটি সংখ্যাকে ভাগ করে ভাগফল ১৮ ও ভাগশেষ ৮ পাওয়া গেল।

ক) সংখ্যাটি  কি নিঃশেষে বিভাজ্য?

খ) সংখ্যাটি নির্ণয় কর। উত্তরঃ ৯৮০।

গ) ৪৯ দ্বারা ভাগ করে একই ভাগফল ও ভাগশেষ পাওয়া গেলে সংখ্যাটি ১০ দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা তা নির্ণয় কর।

৩. রতন সাহেব তার বেতন থেকে প্রতি মাসে ১১৭৫ টাকা সঞ্চয় করেন। ৭ বছর পর তার মোট ৯৮৭০০ টাকা সঞ্চয় হলো।

ক) এক বছরে তিনি মোট কত টাকা সঞ্চয় করেন?

খ) কত মাস পর তার সঞ্চিত টাকা ২৯৩৭৫ টাকা হবে?

গ) তার সঞ্চিত টাকা ৫০ জন এতিমদের মাঝে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যকে কত টাকা পাবে?

৪. মন্টু ৯২৪০ টাকা নিয়ে বাজারে গেল। ১ কেজি ডালের দাম টাকা এবং ১ কেজি চালের দাম ৭০ টাকা।

ক) সে মোট কত কেজি ডাল কিনতে পারবে?

খ) সে মোট কত কেজি চাল কিনতে পারবে?

গ) সমান পরিমাণ চাল ও ডাল কিনলে সে মোট কী পরিমাণ চাল ও ডাল কিনতে পারবে?

৫. ২টি টেবিল ও ২টি চেয়ারের দাম একত্রে ৬২০০ টাকা। একটি চেয়ারের দাম ১২৫০ টাকা।

ক) নিঃশেষে বিভাজ্য নয়। এক্ষেত্রে ভাজ্য= কী হবে?

খ) ভাগশেষ কিসের সমান হতে অথবা বড় হতে পারেন?

গ) ১টি টেবিলের দাম কত?

৬. রহিতের কাছে ২৫০৫৬টি মাস্ক রয়েছে। মাস্কগুলো বিক্রির উদ্দেশ্যে সে কিছু বাক্স কিনল এবং প্রতিটি বাক্সে ২৮৮টি মাস্ক প্যাকেট করা যায়।

ক) সবগুলো মাস্ক ৮৭টি বড় বাক্সে রাখলে প্রতিটি বাক্সে কতটি করে মাস্ক রাখা যাবে?

খ) মাস্কগুলো প্যাকেট করতে মোট কতটি বাক্স লাগবে?

গ) সে নতুন করে ১০২৩২টি মাস্ক কিনলে সেগুলো প্যাকেট করতে কতগুলো বাক্স লাগবে?

৭. কোনো ভাগ অঙ্কে ভাজক ৯৯, ভাগফল ৩৩ এবং ভাগশেষ ভাজকের নয় ভাগের এক ভাগ।

ক) ভাজ্য নির্ণয়ের সূত্র লিখ।

খ) ভাজ্য কত?

গ) ‘খ’-এ প্রাপ্ত ভাজককে ২৫ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?


Previous Post